রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিরোধে হাইকোর্টের নির্দেশ তবুও হিলি স্থলবন্দরে অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই ইবোলা ভাইরাস পরীক্ষা

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : হাইকোর্টের নির্দেশ তবুও হিলি স্থলবন্দরে অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই ইবোলা ভাইরাস পরীক্ষার প্রস্তুতি কর্তৃপক্ষের। যে  মুহুর্তে সারা বিশ্বে ইবোলা ভাইরাস নিয়ে চিন্তিত। মহামান্য  হাইকোর্টের রোগ নির্ণয় এবং প্রতিরোধে জরুবী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সেই মুহুর্তে চিকিৎসক ছাড়াই স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই স্থলবন্দর দিয়ে ভারতীয় নাগরিকসহ ফিরে আসা বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ইবোলা ভাইরাস চিহ্নিত হবে কিনা, তা নিয়ে সচেতন মহলের মাঝেও রয়েছে সংশয়।

প্রাণঘাতি ইবোলা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতা জারি করার পরপরই সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলি ইমিগ্রেসন চেকপোস্টেও নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৮০-৯০ জন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশকারী পাসপোর্টধারীদের দায়সারাভাবেই চলছে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষায় যথাযথ নিয়ম মানছে না স্বাস্থ্যকর্মীরা। পোশাক পরিচ্ছেদেও নেই তেমন বাধা-ধরা নিয়ম।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য সহকারী শহীদুল ইসলাম জানান, ইবোলা ভাইরাস রোগ নির্ণয়ের মত কোনো প্রযুক্তি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেই এবং এ রোগ নির্ণয় বিষয়ে স্বাস্থ্যকর্মীদের কোন অভিজ্ঞতা নেই। একজন সরকারি চিকিৎসক নিয়োগ দেয়ার কথা থাকলেও ২০ অক্টোবর পর্যমত্ম হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্পর্শকাতর ইবোলা ভাইরাস পরীক্ষার জন্য কোনো চিকিৎসক নিয়োগ দেয়া হয়নি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যমত্ম ২ সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে। এদের মধ্যে একজন ল্যাব সহকারি অপর জন স্বাস্থ্যকর্মী। প্রাথমিক ধারণা দিয়েই ইবোলা ভাইরাস চিহ্নিতকরণের কাজ চালিয়ে নিচ্ছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ল্যাব নিজেই অপরিচ্ছন্ন ও রম্নগ্ন। হিলি স্থলবন্দর ইমিগ্রেসনে ইবোলা ভাইরাস সনাক্তে নজরদারি বাড়ানোর কথা বলা হলেও চোখে পড়ার মত নয়।

প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে বাংলাদেশে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য মেডিকেল টিম সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে। হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশনে অভিজ্ঞ চিকিৎসক নিয়োগে সরকারি নির্দেশ থাকলেও এখনো অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়নি। এখানে রয়েছেন শিশুদের পোলিও খাওয়ানোর একজন কম্পাউন্ডার। দেশের নিরাপত্তার কথা চিমত্মা করে ইবোলা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা আরো জোরদার করা উচিত বলে মনে করছেন স্থানীয়রা।

Spread the love