
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বলেছেন প্রতিটি খেলোয়াড় স্বপ্ন দেখে বড় খেলোয়াড় হওয়ার জন্য। খেলাধূলা চর্চার মাধ্যমে সে স্বপ্ন পূরণ হয়। যে কোন ভাল কাজে ইচ্ছা থাকতে হবে। তোমরাও একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হিসেবে জেলার নাম উজ্জ্বল করবে। খেলোয়াড় তৈরির কারখানা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। তাদের অকান্ত পরিশ্রমে একের পর এক খেলা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল সোমবার বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুর এর আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৪-১৫ উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। জেলা ক্রীড়া সংস্তার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য ও প্রথম বিভাগ ক্রিকেট লীগের আহবায়ক মোঃ মোস্তাক আহমেদ, সদস্য সচিব সৈয়দ সাযেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, সহ-সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সৈয়দ আজাদুর রহমান বিপু ও আল মামুন। উল্লেখ্য প্রথম বিভাগ ক্রিকেট লীগে এবার জেলার ৮টি কাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় খেলে বাপ্পী একাদশ বনাম মিশন রোড স্পোটিং কাব।