বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সজীব ওয়াজেদ জয় এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক খণ্ডকালীন ও অবৈতনিক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়কে এবং তথ্য উপদেষ্টা পদে ইকবাল সোবহান চৌধুরীকেও নিয়োগ দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তবে বৃহস্পতিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতা বলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনকালে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ  অনুযায়ী কাজ করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতা বলে ইকবাল সোবহান চৌধুরীকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Spread the love