মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : নীলফামারীতে নিখোঁজ কলেজ ছাত্র নূর আলমকে (২৩) ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে সংবাদ সম্মেলন করেন নূর আলমের মা নূর নাহার। সোমবার (১৩ জুন) সকাল ১১টায় নীলফামারী পৌর শহরের উকিলের মোড় মহল্লার নিজবাসভবনে পরিবারের সদস্যদের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই আকুতি জানান।
নুরে আলমের মা নুর নাহার তাঁর লিখিত বক্তব্যে দাবী করে বলেন, গত ১১ এপ্রিল মধ্য রাতে প্রশাসনের পরিচয় দিয়ে জোরপূর্বক নূর আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এসময় আমিসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা দিলে তাঁরা ২০ মিনিট পরে ফিরিয়ে দেয়ার কথা বলে। রাতেই নীলফামারী থানা ও র্যাব ক্যাম্পে যোগাযোগ করা হলে তাঁরা কেউ সন্ধান দিতে পারেনি। এ ঘটনায় পরের দিন সকালে নীলফামারী থানায় একটি জিডি এবং ১৪ এপ্রিল নীলফামারী চীফজুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি অপহরণ মামলা (নং-৩০/১৬) দায়ের করা হয়।
মাননীয় প্রাধনমন্ত্রীর কাছে ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে নূর আলমের মা নূর নাহার বলেন, মাননীয় প্রাধনমন্ত্রী আপনি দেশের মাতা। আমার জানামতে আমার ছেলে নূর আলম কোন রাষ্ট্রদ্রোহী কিংবা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয়। সে নীলফামারী সরকারি কলেজে রসায়ন অর্নাস তৃতীয় শেষ বর্ষের ছাত্র। এর পরেও যদি সে কোন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে বাংলাদেশের আদালতে তার বিচার হউক। এতে আদালত যে রায় দিবে তা মেনে নিতে প্রস্তত আমি। কিন্ত তার আগে আমার ছেলের সন্ধ্যান সহ আমার কোলে ফেরতের ব্যবস্থা করে দিন।
সংবাদ সম্মেলনের পরিবারের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখোঁজ নুরে আলমের ছোট ভাই কামরুল আলম নয়ন, ছোট বোন ফাতেমাতুজ্জোহরা, বড় চাচা আব্দুস সামাদ, চাচাতো ভাই শাহ মো. সাদেক ও শাহ মো. ফেরদৌস।