
দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেক কেটে প্রধান মন্ত্রীর জন্ম দিন উদযাপন করা হয়।
২৮ সেপ্টেম্বর রোববার প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার উদ্যোগে সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল ও সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন এর নেতৃত্বে আনন্দ র্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন।
ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবির রেজিষ্ট্রার নজিবুর রহমান, হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন ও প্রক্টর এটিএম সফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ হাবিপ্রবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জেমী, প্রত্যুষ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার, ছাত্রলীগ নেতা পলাশ চন্দ্র রায়, রঞ্জন রায়, জোহা, অভি, রিফাত শাহ্, সজল, শাওন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিনসহ বিশেষ অতিথি বৃন্দ এবং ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।