
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরকারি সফরের বিষয়ে জাতিকে অবহিত করার জন্য আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত গত ২৫ থেকে ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই করেন। সফর শেষে গত সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে তিনি ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও শীর্ষস্থানীয় কূটনীতিকরা উপস্থিত ছিলেন।