রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী আগামীকাল ইতালি যাচ্ছেন

আগামীকাল বুধবার ৪ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি যাচ্ছেন। ইতালির মিলানে অনুষ্ঠিতব্য ১০ম এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের (আসেম) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

আগামী বৃহস্পতি ও শুক্রবার এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসময় আসেম শীর্ষ সম্মেলনে যোগদান ছাড়াও তিনি ইতালি, নেদারল্যান্ডস, গ্রীস ও সুইডেনের সরকার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানদের সাথেও আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে ব্রিফ করতে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখা থেকেও  বিষয়টি অবহিত করা হয়েছে। সেখান থেকে জানানো হয়েছে, আসেম সম্মেলনে যোগ দিতে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিলানের উদ্যেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং আগামী ১৮ অক্টোবর শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার আসেম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেবেন শেখ হাসিনা। তিনি জলবায়ু পরিবর্তন, এমডিজি, পোস্ট এমডিজি, এশিয়া-ইউরোপের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ধারা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সম্মেলনে গুরুত্ব বহন করবে।
এএইচ মাহমুদ আলী জানান, বর্তমানে ৫১টি দেশ আসেমের সদস্য হিসেবে রয়েছে। ক্রোয়েশিয়া ও কাজাখস্তান সদস্য হওয়ার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ এ দুদেশের অন্তর্ভুক্তির প্রস্তাব সমর্থন করেছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারিভাবে ৫০ সদস্য রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছড়া মিলানে প্রবাসী বাংলাদেশীদের একটি সংবর্ধনা সভাতেও  প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

Spread the love