
আব্দুর রাজ্জাকঃ
পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তাই দেশের প্রত্যন্ত গ্রামে নতুন একাডেমীক ভবন তৈরী করছে বর্তমান আওয়ামী সরকার। ডিজিটাল রূপ দেয়া হচ্ছে গ্রামের আপামর বিদ্যালয়গুলোকে। তিনি আরও বলেন, একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারই পারে দেশকে উন্নত বিশ্বের আদলে রূপ দিতে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশের কোন গ্রাম অন্ধকার থাকবে না। এরই বহিঃপ্রকাশ খানসামার প্রত্যন্ত গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন।
৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট দ্বিতল একাডেমীক ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিমল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী শাহীন আলী, জাতীয় সংসদের অতিরিক্ত সচিব ভীমচরণ রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়ের এসোসিয়েট প্রফেসর ডা. মো. সালাউদ্দিন শাহ্, জেড এইচ মোহাম্মদ আলী শামীম। এছাড়াও অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মো. আব্দুল জববার, সহ সভাপতি প্রভাষক মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল আযম চেীধুরী লায়ন প্রমুখ। বক্তব্য শুরুর পূর্বে ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রীসহ অতিথিবৃন্দ।
একইদিনে ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আঙ্গারপাড়া, সর্দারপাড়া গ্রামের ৩০ পরিবারের মাঝে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী।