শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী মিলান পৌঁছেছেন

এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) শীর্ষ সম্মেলনে যোগদান করতে ৪ দিনের এক সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির মিলানে পৌঁছেছেন। আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি সেখানকার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় মিলান মালপেনসা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শাহাদাত হোসেন এবং মিলানে বাংলাদেশ কনসাল জেনারেল রেজিনা আহমেদ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এবিনিউজকে এ খবর নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, মিলান মালপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে কার্লটন হোটেল বাগলিওনিতে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলেই অবস্থান করবেন। এর আগে আজ বুধবার সকালে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, তিন বাহিনী প্রধানগণ কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এসময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের আসেম শীর্ষ সম্মেলনে এশিয়া পার্টনারশিপ ইন এড্রেসিং গ্লোবাল মেটার্স ইন এন ইন্টার-কানেকটেড ওয়ার্ল্ড শীর্ষক ভাষণ দেবেন। তিনি অন্যান্য নেতাদের সাথে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেও যোগ দেবেন। এ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী মেট্টেরো রেনজি, গ্রীসের প্রধানমন্ত্রী এন্টিনিয়াস সি সামারাস, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। তিনি মিলানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায়ও যোগ দেবেন। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

Spread the love