বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পবিত্র মক্কা শরিফে ওমরাহ্ সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ ৫৫ জন সফরসঙ্গী নিয়ে বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন। গত শুক্রবার ভোর ৪টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী জেদ্দা পৌঁছান। এসময় সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান।
ওমরাহ পালনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, কনস্যুলেটর কনসাল জেনারেল নাজমুল ইসলাম, মো. আসাদুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তারা। এরপর প্রধানমন্ত্রী পবিত্র হারাম শরিফে জুম্মা নামাজ আদায় করেন। শুক্রবার রাতে মদিনার হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করার কর্মসূচি রয়েছে ।
তিনি আগামী শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে আগামী রোববার দেশে ফিরবেন বলে বলে সরকারী সূত্র জানিয়েছে।