
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গীবাদকে পরাজিত করে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গীবাদকে রুখে দিয়ে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত শনিবার রামচন্দ্রপুর ইউনিয়নের নধাবাড়ী আবাসন প্রকল্পে আওতায় ১৭ লক্ষ্য টাকা ব্যয়ে ৮২টি বাড়িতে ও নয়াবাদ হরেন্দ্রভূজারি পাড়ায় ৪ লক্ষ্য টাকা ব্যয়ে ২২টি বাড়িতে মোট ১০৪টি পরিবারে বিদ্যুতায়নের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এদিকে নতুন বিদ্যুত পেয়ে আনন্দের সাথে নধাবাড়ী আশ্রমে বসবাসকারী ৫ম শ্রেনীর ছাত্রী অঞ্জলী রায় জানায়, বিদ্যুৎ না থাকায় হামার হারিকেন-কুপি জ্বালাই লেখাপড়া করা খুবেই অসুবিধা ও কষ্ট হয়। নয়াবাদ হরেন্দ্রভূজারি পাড়ার ৭৫ বছর বয়সী বৃদ্ধা মরিয়ম ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন হামার গ্রামত কারেন্ট আসি গেল, আর হামাক পাখা হাকাবা হবা নাহায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম মোলা, ওসি মনসুর আলী, এ.জি.এম আব্দুল মান্নান ও রামচন্দ্রপুর ইউপি’র আওয়ামীলীগের সভাপতি সুশীল চন্দ্র রায় ও অন্যরা।