আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ র্যালী, আলোচনা সভা, কেক কাটা, মিষ্টি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জুয়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. আহাদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সা. সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যাপক ছফর আলী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
প্রেরকঃ
আব্দুর রাজ্জাক
দিনাজপুর।
০১৭১০০৪৭৭৪৬