
দুদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধাই রাখা হবে না বলে একমত হয়েছে দুই প্রধানমন্ত্রী। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বশীল ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার আন্তরিকতাপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক উঠে আসলে এ মত দেন তারা।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান শিকদার, সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, প্রেস সেক্রেটারি একেএম শামীম চৌধুরী ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী উপস্থিত ছিলেন। ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ছিলেন দেশটির অর্থমন্ত্রী নরভু ওয়াংচুক ও পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দর্জি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সোনম তোবডেন রাবগি, প্রধান আরবান ডিজাইনার তাশি পেনজর।
এদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং ঢাকায় ভুটানের দূতাবাস নির্মাণে প্লট বরাদ্দে দেশটির সাথে দুটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। প্রটোকল অনুযায়ী আন্তঃবাণিজ্যে ৯০টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে দুই দেশ। আর ঢাকায় দূতাবাস নির্মাণে রাজধানীর কূটনৈতিক এলাকায় ভুটানকে প্লট দেয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে শনিবার বিকালে এ দুটি প্রটোকল স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এবং ভূটানের অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক বাণিজ্য চুক্তিতে সই করেন। অন্যদিকে ভুটানের দূতাবাসের জন্য রাজধানীর বারিধারায় জমি দেয়ার চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সফরকারী দেশের পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দর্জি স্বাক্ষর করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই নেতার বৈঠকটি সম্পন্ন হয়। ভুটান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয় সে কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরিং তোবগে এ সময় বলেন, স্বীকৃতি দেয়ার সেই ৬ ডিসেম্বরেই তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোয় তিনিও কৃতজ্ঞ।
তার আগে শনিবার সকালে ৩ দিনের সরকারি সফরে ঢাকা আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে দুই নেতা একান্ত আলাপচারিতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।