
ডি রায় বাবুল: দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন সমবায়ের ভিত্তিতে দেশের অর্থ সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। গ্রামীন অর্থনীতি কে শক্তিশালী করে ধনী-গরীবের বৈশম্য দূর করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সমবায়ের ভিত্তিতেই সকল ক্ষেত্রেই দেশর উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে চান। তার এই মহৎ উদ্যোগকে প্রতিষ্ঠিত করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। আজকে দেশ ও জাতি বা সমাজ বিনির্মানে মূল চালিকা শক্তি হচেছ এদেশের যুব সমাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবং আহবানে স্বাধীনতা ঘোষনার মাধ্যমে সশস্ত্র সংগ্রামে যুব সমাজের ভূমিকাই ছিল মুখ্য। স্বাধীনতা সংগ্রামে এ দেশের যুব সমাজের অসামান্য অবদানের কথা স্বরণ করেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানিক প্রশিক্ষণে যুব/যুবাদের আত্ম কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। বেকার সমস্যা দূরীকরনের লক্ষ্যে কাজ করে যাচেছন। সমবায় ও যুব দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় ও যুব দিবসে উপজেলা নির্বহী অফিসার রাসেল মনজুর- এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মতিয়ার রহমান, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) কে.এম শওকত হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মতিউর রহমান। অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন মোহনপুর ইউ,পি চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত, সুজালপুর ইউ,পি চেয়ারম্যান নূরুল ইসলাম(মাষ্টার) সহ সমবায় ও যুব উন্নয়নের উপকার ভোগী ব্যক্তিবর্গগণ। এর আগে প্রধান অতিথি জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ৪৩মত জাতীয় সমবায় দিবসের উদ্বোধন ঘোষনা করেন। প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল- এর নেতৃত্বে সমবায় ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত একটি বিশাল র্যালী অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।