৩ দিনের এক সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার স্থানীয় সময় সকালে সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) আবুধাবি পৌঁছান। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ খালফান আল রুমি এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
সফরের প্রথম দুই দিন আবুধাবি এবং শেষ দিন দুবাই ও রাস আল খায়েমে যাবেন প্রধানমন্ত্রী। আবুধাবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।