শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সাবমেরিন ঘাটি স্থাপনের ঘোষণা দিলেন

pmপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশাল সমুদ্র অঞ্চলের নিরাপত্তায় নৌবাহিনীর জন্য আলাদা বিমান ও সাবমেরিন ঘাঁটি স্থাপনের কাজ চলছে।

চট্টগ্রামে বিএনএস ওসমানের স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার দুপুরে চট্টগ্রামে নেভাল বার্থে নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানের ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেয়া হয়।

নৌবাহিনীর এ জাহাজটি দীর্ঘ ২৫ বছর দেশে-বিদেশে যে অসামান্য অবদান রেখেছে তারই স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার প্রদান করলেন। বানৌজা ওসমান লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৪ বছর নিয়োজিত থেকে দেশের জন্য অসামান্য সম্মান ও গৌরব বয়ে এনে সম্প্রতি বাংলাদেশে ফিরেছে। এসময় তিনি বলেন, নৌবাহিনীকে শক্তিশালী করে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকার বদ্ধ পরিকর।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভূখণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকা এবং এর সম্পদের ওপর বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্পদ আহরণ ও আর্থ সামাজিক উন্নয়নের কাজে লাগানো, সমুদ্র এলাকা সর্বোত্তম ব্যবহারে নানা ধরণের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দেশের বাণিজ্যের শতকরা ৯০ শতাংশই সমুদ্র পথে পরিচালিত হয়ে থাকে। সম্পদ আহরণ ও নিরাপদ বাণিজ্যের নিশ্চিতে সমুদ্রে নিরাপত্তা বিধান অপরিহার্য। এ লক্ষে নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নৌবাহিনীকে একটি দক্ষ, আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে আমাদের সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, জাতির পিতা ১৯৭৪ সালে নৌবাহিনীর ঘাঁটিসমূহ একযোগে কমিশন করেন। সেদিনের ভাষণে তিনি বাংলাদেশ নৌবাহিনীর লক্ষ্য তুলে ধরে বলেছিলেন, ‘ভূরাজনৈতিক প্রয়োজনীয়তার জন্য একটি আধুনিক নৌবাহিনী গঠন করতে হবে’।

তিনি আরও বলেন, সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বাংলাদেশের ভূ-খণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকা এবং এর স¤পদের ওপর দেশের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। সরকার ইতোমধ্যে এই সম্পদ আহরণসহ সমুদ্র এলাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে পৌঁছানোর পর নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি, তাকে অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনীর একটি চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, স্থানীয় সংসদ সদস্যগণ, কূটনীতিকগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love