রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধান শিক্ষক-মক্ষীরানীর ফুর্তি ও জরিমানার ঘটনায় তোলপাড়

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবাসিক হোটেলে মক্ষীরানীকে নিয়ে ফুর্তি ও জরিমানার ঘটনা ফাঁস হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রকাশ যে, গত ৫ সেপ্টেম্বর চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউপির বৈদেশিরহাট এলাকার ছপিরউদ্দিন শাহ্র পুত্র এবং দিনাজপুর সদর উপজেলার উলটগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম শাহ্ (৪৫) নীলফামারী জেলার সৈয়দপুরের কেন্দ্রিয় বাস টার্মিনাল সংলগ্ন চৌধুরী রেষ্ট হাউজে রংপুরের তারাগঞ্জ উপজেলার উকিলপাড়ার (মাষ্টারপাড়া) মৃত আজিজুল হকের কন্যা মক্ষীরানী (৪০) কে নিয়ে ফুর্তি করছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম আকর্স্মিক অভিযান চালিয়ে তাদেরকে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫হাজার করে জরিমানা করেন। এ খবর গত ঈদুল আযহার দিনে ওই এলাকায় জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

শুধু তাই নয়- ওই শিক্ষক গত ৬ মাস পূর্বে উপজেলার কারেন্টহাটে নারী কেলেংকারী ঘটনায় ঘটনায় ৩৫ হাজার ও মাস্তানবাজারে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে রেহাই পান। এলাকাবাসী লম্পট, দু:শ্চরিত্রবান ও নারী লিপ্সু শিক্ষক আব্দুস সালামকে চাকুরি থেকে অপসারণের দাবি জানান।

 

 

Spread the love