সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রফেসর ড. মো. আনিস খান হাবিপ্রবি’র কৃষি অনুষদের ডিন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আনিস খান কৃষি অনুষদের ডিন হিসেবে ৩০ নভেম্বর রবিবার যোগদান করেছেন। তাকে দুই বছরের জন্য কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

প্রফেসর ড. মো. আনিস খান ১৯৫৮ সালে রংপুর জেলায় জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে বি.এসসি এজি অনার্স ও ১৯৮৪ সালে এম.এস.সি. এজি ইন হর্টিকালচার ডিগ্রী লাভ করেন। ড. খান ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট-এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ১৯৮৩ সালে তৎকালীন বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট অথাৎ বর্তমানে শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রভাষক পদে উদ্যানতত্ত্ব বিভাগে যোগদান করেন। তিনি ১৯৮৭ সালে লন্ডন ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে ট্রপিক্যাল হর্টিকালচার এন্ড ক্রপ সাইন্সে এমএস ডিগ্রী অর্জন করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মর্কতা হিসেবে পদোন্নতি পান এবং ১৯৯১ সালে তৎকালিন হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ অথাৎ বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০০৪ সালে ম্যাসী ইউনিভার্সিটি নিউজিল্যান্ড থেকে সীড ফিজিওলোজী ও সীড কোয়ালিটি বিষয়ে উচ্চতর কোর্স সমাপ্ত করেন এবং একই বছরে সহযোগী অধ্যাপক ও ২০০৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। তিনি গোলআলুসহ বিভিন্ন উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণার সাথে সম্পৃক্ত। দেশে ও বিদেশে বিভিন্ন জার্ণালে তাঁর অসংখ্য গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. খান দেশে বিদেশে বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সহ-সভাপতি। তিনি যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সিংগাপুর, মালয়েশিয়া ও ভারত সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

Spread the love