বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রবাসী বাংলাদেশীর অস্কার পুরুস্কার লাভ

Osker-02প্রথম কোন বাংলাদেশী হিসেবে অর্জন করেছেন কক্সবাজারের মেয়ে নাশিত । গত ২ মার্চ অনুষ্ঠিত ৮৬তম একাডেমি এওয়ার্ড খ্যাত অস্কার আয়োজনে তাকে চলচ্চিত্রের সবচাইতে মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রদান করা হয়। এ প্রথম কোন বাংলাদেশী এ সম্মান অর্জন করলেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা যায়।

খবরে প্রকাশ, ছোটবেলা থেকে বিজ্ঞানমনস্ক নাশিত জামান তার লেখাপড়ার গণ্ডি পেরিয়ে বিশ্ববিখ্যাত ওয়াল্ড ডিজনি কোম্পানিতে যোগদান করেন। এরপরই থ্রিডি এনিমেশনের প্রতি ঝুঁকে পড়েন তিনি। যার ফলশ্রুতিতেই সারা বিশ্বে প্রশংসিত ‘ফ্রোজেন’ নামক থ্রিডি এনিমেটেড চলচ্চিত্রে কাজের সুযোগ পান। ওই চলচ্চিত্রের ডিজিটাল ও লাইটিং এফেক্টের জন্য তাকে এবার প্রথিবীর সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার প্রদান করা হয়।

জানা যায়, নাশিত জন্ম সূত্রে আমেরিকান হলেও

তার পিতৃভূমি কক্সবাজার তথা বাংলাদেশকে

নিয়ে অনে ক গর্ব করেন। অস্কার অর্জনের পর

এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান,

ভবিষ্যতে তিনি তার কাজ দিয়ে বিশ্বের আরও

বড় বড় সম্মান ও স্বীকৃতি লাভ করতে চান। এ

জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী কক্সবাজারের

হারুনুজ্জামানের বড় মেয়ে এ নাশিত জামান।

তিনি সাবেক সংসদ সদস্য মরহুম খালেকুজ্জামান

ও ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের বড় ভাইয়ের প্রথম

সন্তান। সাবেক শ্রমমন্ত্রী মৌলভী ফরিদ আহমদের

প্রথম পুত্র হারুনুজ্জামান (নাশিতের পিতা) ১৯৭৮

সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর

পিএইচডি ডিগ্রি নিয়ে আমেরিকায় গবেষণার

পাশাপাশি সেখানেই বসবাস শুরু করের। লস

এঞ্জেলেস এলাকায় তাদের বসবাস।

 

Spread the love