শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রবীণ অধিকার সুরক্ষায় প্রচারাভিযানের প্রস্ত্ততি

সংবাদ বিজ্ঞপ্তি : দিনাজপুর জেলার ফুলবাড়ী ও বিরামপুর পলিপ্রয়াগপুর,খানপুর ও খয়েরবাড়ি ইউনিয়নের সাংস্কৃতিক কর্মীরা প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান শীর্ষক প্রশিক্ষণের কলাকৌশল কাজে লাগিয়ে নিজ উদ্যোগে নিজ নিজ ইউনিয়নে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক উপস্থাপনার প্রস্ত্ততি গ্রহণ করছেন বলে জানান সাংস্কৃতিক দলের দলনেতারা।

 

ইতিমধ্যে ছয়টি ইউনিয়নের নির্বাচিত ২৪ দলের মধ্যে তিনটি ইউনিয়নের ১২ দলের প্রশিক্ষণ শেষ হয়েছে। আগামী ২ শে ডিসেম্বরের মধ্যে বাকী ৩টি প্রশিক্ষণ শেষ হবে।

 

বে-সরকারী উন্নয়ন সংস্থা ‘বহুব্রীহি’ ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক ও আমর্ত্মজাতিক সংস্থা ‘হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর সহযোগিতায় দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ও সুন্দরবন ; ফুলবাড়ী’র আলাদিপুর ও খয়েরবাড়ী এবং বিারমপুর উপজেলার খানপুর ও পলিপ্রয়াগপুর ইউনিয়নে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান শীর্ষক প্রশিক্ষণ ধারাবাহিকভাবে আয়োজন করছে।

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের জাগরণী নাট্য সংঘের শিল্পী ও দলনেতা মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘‘প্রশিক্ষণে আমরা জেনেছি প্রবীণ জনগোষ্ঠি কিভাবে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বৈষম্য ও অবহেলার শিকার হয়। এসব বন্ধে বিভিন্ন সাংস্কৃতিক আঙ্গিক যেমন গান, নাটক ব্যবহার করে মানুষকে সচেতন করা যায় তা আমরা শিখলাম। এই কৌশলগুলো মাঠ পর্যায়ে তুলে ধরার প্রস্ত্ততি আমরা নিচ্ছি, শীঘ্রই আমরা অধিকার সুরক্ষায় জনগনের সামনে উপস্থাপন করবো।’’

বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের কবিগান শিল্পী ও দলনেতা শ্রী লক্ষীকান্ত বলেন, ‘‘আমি নিজে একজন প্রবীণ ও শিল্পী মানুষ। আমার কবিগান মানুষ যদি সচেতন হয়, এ যে আমার পরম পাওয়া হবে। তাই বহুব্রীহি’র পক্ষ থেকে আমরা যে প্রশিক্ষণ পেয়েছি তার বহি:প্রকাশের মাধ্যমে আমরা প্রবীণদের অধিকার প্রতিষ্ঠা করবো ।’’

 

ইউনিয়ন পর্যায়ের এ প্রশিক্ষণে ৪ টি সাংস্কৃতিক দলের ২০ জন করে সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বহুব্রীহি’র নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন। উলেস্নখ্য, বহুব্রীহি দিনাজপুরে ‘‘সাংস্কৃতিক ক্যাম্পেইন ও গণমাধ্যম উদ্যোগে প্রবীণ অধিকার সুরক্ষা’’- নামক ৩ বছর মেয়াদী প্রকল্প বাসত্মবায়ন করছে।

Spread the love