
দিনাজপুর প্রতিনিধি : দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাবেক সম্পাদক ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দিনাজপুর প্রেসক্লাব ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আজহারম্নল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল এক শোক বার্তায় বলেন, প্রবীণ সাংবাদিক ও সম্পাদক মাহবুবুল আলমের মৃত্যু জাতির জন্য অপুরনীয় ক্ষতি। জাতির কল্যাণে ও জাতীয় প্রয়োজনে তার অসামান্য অবদানের কথা জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
এদিকে দিনাজপুরের বিশিষ্ট নাট্যকর্মী তারিকুজ্জামান তারেকের পিতা এবং দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পৃথক শোকবার্তা দিয়েছেন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। শোক বার্তায় বলেন, দিনাজপুরের প্রবীণ চিকিৎসক ও সমাজকর্মী ডাঃ আব্দুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার রম্নহের মাগফেরাত কামনা এবং শোকসমত্মপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করছি।
উলেস্নখ্য, ডাঃ আব্দুর রহমান বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজে ৯৭ বছর বয়সে ইমেত্মকাল করেন। শুক্রবার সকালে বিরল উপজেলার বহলায় জানাজা শেষে ধামাহার গোরস্থানে দাফন করা হয়।