মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, মানুষের কল্যানকর কাজে ইমাম সাহেবদের সম্পৃক্ত করতে পারলে আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হবে। প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সাহেবরা ইমামতের সর্বস্তরে মানুষের মাঝে পাশাপাশি দ্বীনি দাওয়াত কার্যক্রম পরিচালনা ও নৈতিকতার শিক্ষা প্রদান করবেন। কোন স্বার্থনেষী মহলের বিভ্রন্ত না হয়ে মানুষের মঙ্গল ও ইসলামের মঙ্গল যাতে হয় সে কাজ ইমাম সাহেবদের করতে হবে।

গতকাল সোমবার ইমাম প্রশিক্ষন একাডেমীর হলরুমে ইমাম প্রশিক্ষন একাডেমী ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর এর আয়োজনে নিয়মিত প্রশিক্ষন কোর্সের ৮০৭ তম দলের প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহের। প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের মাঝে বক্তব্য রাখেন মাওঃ মোঃ আয়ুব আলী। মোনাজাত পাথ করান মাওঃ মোঃ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ শামীম সিদ্দিক। সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম বলেন, ইমাম সাহেবরা হচ্ছে সমাজের ধর্মীয় নেতা। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়ন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একাডেমীর ডাঃ শেখ মোঃ সোহরাওয়াদী। প্রধান অতিথি ৪৫ দিন ব্যাপী ৯ জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ১শ জন ইমামদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করেন।

Spread the love