
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর মোঃ ছফর আলী বলেছেন, ইসলাম একটি পরিপূর্ন জীবন ব্যবস্থা। ইসলামের প্রচার ও প্রসারের ল্েয জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ছিলেন। প্রশিন প্রাপ্তা ইমাম সাহেবরা দীনি কর্মকান্ড পরিচালনার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে এই যুগোপযোগী প্রশিনকে কাজে লাগাতে হবে। প্রশিতি ইমাম সাহেবেরা সমাজে নৈতিক ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার মাধ্যমে সুন্দর ও কল্যানকর সমাজ প্রতিষ্ঠায় গুরুত্ব পূর্ন ভূমিকা রাখবেন।
গতকাল সোমবার ইমাম প্রশিন একাডেমী ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর আয়োজিত একাডেমীর নিজেস্ব মিলনায়তনে প্রশিন প্রাপ্ত ৮২১তম দলের ইমামদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইমাম প্রশিন একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ শামীম সিদ্দিক। প্রশিন প্রাপ্ত ইমামদের পে বক্তব্য রাখেন মাওঃ মোঃ মোফাজ্জুল হোসেন। পবিত্র কুরআন পাঠ করেন হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক। হামদ ও নাতে রাসুল পাঠ করেন মাওঃ আব্দুল সাত্তার। সঞ্চলকের দায়িত্ব পালন করেন ডাঃ শেখ মোঃ শহিদ সোহরা ওয়ার্দী। প্রধান অতিথি ৯জেলা হতে আগত ৪৫দিন ব্যাপী ১০০জন প্রশিন প্রাপ্ত ইমামদের মাঝে সনদ ও চিকিৎসা বাক্স বিতরণ করেন।