বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখায় মানববন্ধন

বার্তা প্রেরক বিপ­ব রায় দিনাজপুর : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ৪ ডিসেম্বর ২০১৪ইং সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষার নৈতিক ভিত্তি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি এ,এস,এম মনিরুজ্জামান, ছাত্রফ্রন্ট দিনাজপুর সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পরিচালনা করেন ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা। বক্তারা বলেন আজকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যে রকম মহামারি আকার ধারণ করেছে যার ফলে অনৈতিকতার ভয়াল ছোবল থেকে কোমলমতি শিক্ষার্থীরাও রক্ষা পাচ্ছে না। বক্তারা বলেন এমনিতে বেসরকারিকরন বানিজ্যিকীকরনের ফলে শাসক গোষ্ঠী শিক্ষার মর্মবস্ত্ত ধ্বংস করছে। তার উপর প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে একদিকে চলছে ব্যাপক বানিজ্য অন্যদিকে সমাজে যতটুকু নৈতিকতা অবশিষ্ট ছিল তাও ধ্বংস করছে। বক্তারা বলেন প্রশ্ন পত্র ফাঁসের দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Spread the love