রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে ব্যবস্থা গ্রহণ

প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে হাত ভেঙে দেয়া হবে বলে হুমকি দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক পরীক্ষার সময় প্রয়োজনে মোবাইল ফোন ও ফেইসবুক বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, আগামী প্রজন্ম মোবাইল ফোনের জন্য নষ্ট হয়ে যাবে তা ঠিক নয়। প্রয়োজনে আইন দেখেন- প্রয়োজনে পরীক্ষার দিন মোবাইল ফোন বন্ধ করে দেব। প্রয়োজনে ফেইসবুকও বন্ধ করে দেব। তিনি বললেন, প্রশ্ন ফাঁস করে কেউ পার পাবে না। কেউ এখানে হাত দেবেন না। হাত দিলে হাত পুড়ে যাবে, হাত ভেঙে দেব। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। হোমিওপ্যাথিক সিস্টেম চলবে না এবার, কঠোর ব্যবস্থা নেব। বিভ্রান্তি সৃষ্টির জন্য ফেইসবুকে প্রশ্ন ফাঁসের প্রচারণা হয় দাবি করে তিনি বলেন, এতে অভিভাবকাও বিভ্রান্ত হন। বিশেষ উদ্দেশ্য নিয়ে কেউ যেন ওই পথে না হাঁটেন- সে বিষয়েও তিনি হুঁশিয়ার করেন। প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের মন দিয়ে পড়ালেখা করারও আহ্বান জানান তিনি। আসন্ন ২০১৫ সালের এসএসসি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক সভায় আইনশৃঙ্খলা বাহিনীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে আইন খতিয়ে দেখারও নির্দেশ দেন তিনি।

Spread the love