বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রশ্ন সমাজকে- জাকিয়া তাবাস্সুম জুঁই

আমি প্রশ্ন করি আমাকে

আমি কি !

সহস্র নারীর অস্ফুট অর্তনাদে

আমার অবরুদ্ধ ভাষা-

বাক হীন !

এসমাজে পরিচয়-

আমি নারী !

আমি জানি,আমি-

মানুষ !

তবে- কেন এত বঞ্চনা-

কেন তাচ্ছিল্য-অপমান !

স্বামীর সংসারে

প্রথম শ্রেণীর কৃতদাসী সেজে-

হাস্যজ্জ্বল মুখে

মাথা দুলিয়ে বলা-

ভাল আছি !

হতবাক হয়ে যাই

এ সমাজে-

সু-পুরুষ বেশী কাপুরুষেরা-

নারী মুক্তির কথা বলে !

হতবাক হয়ে যাই-

যখন আসামীরা-বে-কসুর খালাস !

আর তখনো-বিচারের অপেক্ষায়

নির্যাতিতা নারীর লাশ-

নিথর নিশ্চুপ !

আমার বাসা কোথায়-

আমি প্রশ্ন করি আমাকে !

বাপের ভিটা ?

স্বামীর ভিটা ?

নাকি-

আমার বাসা-গোরস্তান !

Spread the love