এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। পরীক্ষার আগে গতকাল সোমবার সামাজিক ওয়েবসাইটে পাওয়া প্রশ্নপত্রের সাথে আজ মঙ্গবার অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। দেশের ইতিহাসে কোন পাবলিক পরীক্ষায় এমন ব্যাপকহারে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগে ঘটেনি।
এদিকে গতকাল সোমবার এটা ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে নিয়েছেন।
অন্যদিকে পরীক্ষা শুরুর প্রায় ১২ ঘণ্টা আগে অনলাইনে পাওয়া প্রশ্নপত্রের সাথে মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে পাওয়া প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যাওয়ায় অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর আগে বাংলা ও ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের সাথেও পরীক্ষার আগে পাওয়া প্রশ্নপত্রের মিল পাওয়া যায়। তাতেও শিক্ষার্থীসহ অভিভাবকদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত প্রাথমিক সমাপনী পরীক্ষার সময়সূচি অনুযায়ী আজ ২৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগের দিন গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শোনা কথার ওপর ভিত্তি করে আসলে আমি কোন কথা বলতে পারিনা বা ব্যবস্থা নিতে পারিনা। আমাদের দিক থেকে যত ধরনের সতর্কতা থাকা দরকার, আমাদের তা আছে। তবে আমি কোনকিছুই অস্বীকার করছিনা। আর যদি এমন কিছু হয়েই থাকে তাহলে মন্ত্রী হিসেবে আমি তো দায় এড়াতে পারিনা।