মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার ৬ দিনের সরকারি সফরে দিনাজপুর জেলায় আসছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় পার্বতীপুর ডাক বাংলোয় দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল ৪টায় পার্বতীপুরে মন্ডলপাড়া গ্রামে গণসাক্ষরতা কার্যক্রম পরিদর্শন করবেন। বিকাল ৫টায় পার্বতীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে এফ রহমান কিন্ডার গার্টেনে সাক্ষরতা কার্যক্রম পরিদর্শন করবেন। ২৯ অক্টোবর বুধবার সকাল ১০ টায় পার্বতীপুরের ভবানীপুর কামিল মাদ্রাসার গভর্নিং বর্ডির প্রথম সভায় উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ১১টায় ভবানীপুর ডিগ্রী কলেজের নতুন ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৩টায় পার্বতীপুরের আরজী দেবীপুর ৮নং ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসব কেন্দ্র (মাতৃসদন) উদ্বোধন করবেন। ৩০ অক্টোবর বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেলফওয়ে রেসিডেন্সিয়াল কেজি স্কুলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৩টায় রূদ্রানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রুপান্তরের লক্ষে অভিভাবক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ৩১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর পৌর শহরে পূজা উৎযাপন কমিটি আয়োজিত দূর্গা পূজার পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৪টায় সোনাপুকুর সুরভী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর শহরের সুইহারীস্থ পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং অন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর ২দিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় যুব দিবস ও জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টাপর্যন্ত ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি ওয়ার্ডের গণসাক্ষরতা কার্যক্রম পরিদর্শন করবেন। ২ নভেম্বর রবিবার সকাল ৭টায় সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করবেন।