শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রাথমীক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিনাজপুরে ১০ পরীক্ষার্থীর সাজা সর্বচ্চো ১মাস,সর্বনি ৭দিন

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে প্রাথমীক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন-দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার জোৎসাতনালা গ্রামের শওকত আলীর মেয়ে মোছা ঃ ফরিদা বেগম,কাহারোল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের দিন বন্ধু বিশ্বাসের মেয়ে বিলাসী বিশ্বাস, চিরিরবন্দর উপজেলার রানীগঞ্জ গ্রামের আলতাফ হোসেনের মেয়ে সুলতানা রাজিয়া, বীরগঞ্জ উপজেলার সাদুলা পাড়া গ্রামের বজির উদ্দীনের মেয়ে বিজলী আকতার সিমু,বিরল উপজেলার বরহান নগর গ্রামের মৃত সৌবুল হকের ছেলে বশির আলী, বীরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের হরিপদ শীলের ছেলে ধনি চরণ শীল,পার্বতীপুর উপজেলার উত্তর বিশ্বপুর গ্রামের আবু সালেকের ছেলে আবু বক্কর ,খানসামা উপজেলার আঙ্গার পাড়া গ্রামের আতোয়ার রহমানের পুত্র আফজালুর রহমান,রংপুর জেলার সদর উপজেলার লালবাগ গ্রামের মঙ্গনুদ্দীনের মেয়ে মাসুমা আকতার ও ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাখাইল গ্রামের ভূপেন চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস।

শুক্রবার প্রাথমীক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলা কালে বিভিন্ন কেন্দ্রে ভ্রাম্যমান আদালতের বিচারক এই সাজা প্রদান করেন।

এদেরকে সর্বচ্চো ১ মাস ও নর্বনি¤œ ৭ দিন সাজা প্রদান করেছে বিচারক।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, বদলী পরীক্ষার্থী,সহযোগী পরীক্ষার্থী ও নকল করার দায়ে এই সাজা প্রদান করা হয়েছে।