শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রিয় বন্ধুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবিহ্বল

Pm-01দীর্ঘদিনের প্রিয় বন্ধু বেবি মওদুদের মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর শুনে আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তার শিক্ষা জীবনের বান্ধবী, সাংবাদিক, লেখক ও সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদকে শেষবারের মতো এক পলক দেখতে হাসপাতালে ছুটে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, দীর্ঘদিনের বন্ধুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবিহ্বল হয়ে পড়েন। প্রসঙ্গত দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
শাকিল জানান, শুক্রবার বিকালে বেবী মওদুদের মৃত্যুর খবর পেয়েই প্রধানমন্ত্রী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান। সেখানে বন্ধুর মরদেহের পাশে তিনি কিছু সময় কাটান এবং শোক শন্তপ্ত ও স্তব্ধ পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বেবী মওদুদের ২ ছেলে রবিউল হাসান অভি ও শফিউল হাসান দীপ্তকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। সব সময় তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।