সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

আজ মঙ্গলবার ছোট পর্দায় প্রীতি ফুটবল দেখা যাবে আর্জেন্টিনা ও ব্রাজিলকে। আজ দিবাগত মধ্যরাত ১২টা থেকে টেন একশন সরাসরি দেখাবে অস্ট্রিয়া বনাম ব্রাজিলের প্রীতি ম্যাচটি। আজ রাত ১টা ৪৫ মিনিট থেকে সনি সিক্স সরাসরি দেখাবে পর্তুগাল ও আর্জেন্টিনার জমজমাট লড়াই। এছাড়া রাত ২টা থেকে সনি সিক্স এইচডি সরাসরি দেখাবে ফ্রান্স-সুইডেনের খেলাটি। এদিকে ইন্ডিয়ান সুপার লিগ- আইএসএল-এ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে স্টার স্পোর্টস টু ও থ্রি সরাসরি দেখাবে কলকাতা বনাম নর্থ ইস্ট’র খেলা।
পক্ষান্তরে আজ বিকেল সাড়ে ৫টা থেকে সনি সিক্স এইচডি সরাসরি দেখাবে চ্যাম্পিয়ন টেনিস লিগের হায়দরাবাদ বনাম পুনের লড়াই। একই চ্যানেলে রাত সাড়ে ৮টা থেকে সরাসরি দেখা যাবে দিল্লি-মুম্বাই’র খেলা। অন্যদিকে আজ দুপুর ১২টা থেকে টেন ক্রিকেট সরাসরি দেখাবে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ২য় টেস্টর ২য় দিনের খেলা।

অফস্ক্রিনে আজকের খেলা

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মোহামেডান এসসি-ব্রাদার্স ইউনিয়নের খেলাটি শুরু হবে আজ সকাল ৯টায়। একই সময় মিরপুর স্টেডিয়ামে শুরু হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম কলাবাগান ক্রিকেট একাডেমি এবং ফতুল্লা স্টেডিয়ামে শুরু হবে পারটেক্স-ওল্ড ডিওএইচএস’র খেলা।

Spread the love