শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তি=পাবনা র‌্যাব কর্তৃক ইয়াব ও নগদ টাকাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ১৮ জুন ২০১৬ তারিখ ১৫৩০ ঘটিকায় র‌্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্বে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন মিয়াপুর (গরুরহাট) সাকিনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী  ১। মোঃ এমদাদুল হক (৩০), পিতা-মোঃ কফিল উদ্দিন শেখ, সাং-রসুলপুর, থানা-সাঁথিয়া, জেলা-পাবনাকে সর্বমোট ৫৩ (তেপ্পান্ন) পীস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭,৫৭১(সাত হাজার পাঁচশত একাত্তর) টাকা ও ০১(এক) টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ২। কালু (৩৫), পিতা- মৃত গোসাই, সাং-রসুলপুর, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা দ্রম্নত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪.৪৬ গ্রাম এবং মূল্য অনুমান ৫৩X৫০০= ২৬,৫০০/- (ছাবিবশ হাজার পাঁচ শত) টাকা। উলেস্নখ্য, ধৃত ও পলাতক আসামীদ্বয় দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছে বলে স্থানীয়ভাবে জানা যায়।

ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরম্নদ্ধে সংশিস্নষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

বার্তা প্রেরক : আহম্মেদ আলী বিশ্বাস,এসআই(নিঃ) ডিউটি অফিসার র‌্যাব-১২,সিপিসি-২,পাবন।