শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফখরুলের আশ্বাসে ছাত্রদলের পদবঞ্চিতদের আন্দোলন স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদলের পদবঞ্চিতরা নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে কমিটি নিয়ে আলোচনা করা হবে এ আশ্বাস পেয়ে তারা কর্মসূচি স্থগিত করা হয়েছে। এদিকে ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের সংঘর্ষে আজ রবিবার দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এর আগে আজ রবিবার বিকেলে আন্দোলনরত নেতাকর্মীদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত মহাসচিব। বৈঠক শেষে কার্যালয় থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বের হয়ে আসলেও তারা গণমাধ্যমের সাথে কথা বলেননি।
রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় তার নিজের কক্ষে রবিবার বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছাত্রদলের ওই নেতারা হলেন- গত কমিটির নেতা তরিকুল ইসলাম টিটু, মশিউর রহমান মিশু, শামসুজ্জোহা সুমন, হাবিবুর রহমান ও রাকিবুল ইসলাম রয়েল। ঘণ্টাব্যাপী বৈঠকে ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন। এ সময় নতুন কমিটির নেতারা ভবনের ৪র্থ তলায় ছিলেন। সন্ধ্যা ৬টার পর নতুন কমিটির নেতাদের নিয়ে বেরিয়ে যান ফখরুল।
বিক্ষুব্ধদের পক্ষ থেকে গাজী রিয়াজ সাংবাদিকদের জানান- তাদের ক্ষোভের কথা বিএনপি মহাসচিবকে জানিয়েছেন। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে বিষয়টি তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনার পর সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তাই সে পর্যন্ত সব কর্মসূচি স্থগিত থাকবে। প্রসঙ্গত গত ১৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের পর থেকে নয়া পল্টনে ছাত্রদলে অন্তঃকোন্দল চলছিল।
বৈঠক শেষে সাংবাদিকদের কর্মসূচি স্থগিত রাখার কথা জানান পদবঞ্চিত নেতারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩য় তলায় মির্জা ফখরুলের কক্ষে অনুষ্ঠিত হয় এ বৈঠক। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা মির্জা ফখরুলের সামনে তাদের বিভিন্ন দাবি দায়া তুলে ধরেন। পকেট কমিটি গঠনের অভিযোগে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং সহছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর বহিষ্কারও দাবি করেন তারা।
মির্জা ফখরুল এ সময় তাদের বক্তব্য শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, রবিবার রাতে পদবঞ্চিতদের দাবি দাওয়াগুলো বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সামনে তুলে ধরা হবে। বৈঠক শেষে আজকের মত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন পদবঞ্চিতরা। রাকিবুল ইসলাম রয়েল সাংবাদিকদের বলেন, আজকে দেখা হবে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে কর্মসূচি গ্রহণ করা হবে।

Spread the love