সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের ইন্তেকাল

বিশিষ্ট ফটোসাংবাদিক এবং রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদ’র সম্পাদক আজিজুর রহীম পিউ ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিল্লাহে….রাজেউন)।

মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর লালমাটিয়ার বাসায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে  স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী-শুভাকাঙ্খী রেখে গেছেন।

তিনি ডেইলি বাংলাদেশ অবজারভারের ফটো এডিটর ছিলেন। এদিকে মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে আনা হলে সহকর্মীসহ গুণগ্রাহীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা জানায়।

পরে সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখান থেকে পিউয়ের মরদেহে নিজ গ্রাম রংপুর জেলার গুপ্তপাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এ ফটোসাংবাদিককে।

তবে তার বোন যুক্তরাষ্ট্র প্রবাসী বোন দেশে ফেরার পর দাফনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান স্বজনেরা।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করেন আজিজুর রহীম পিউ। স্বজনেরা তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
জানা যায়, ১৯৮৮ সালে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে ফটোসাংবাদিকতার কর্মজীবন শুরু করেন আজিজুর রহীম পিউ। ফটোগ্রাফি বিষয়ে বেশ কিছু জাতীয়-আন্তর্জাতিক সম্মাননা-পুরস্কারও অর্জন করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পরিবেশ সাংবাদিক ফোরাম পুরস্কার, শিল্পকলা একাডেমি গোল্ড মেডেল, ইফা প্রথম পুরস্কার, ডিউজে প্রথম পুরস্কার। তার উল্লেখযোগ্য প্রকাশনাগুলো হচ্ছে, ছিন্নমূল শিশু ও ফিচার রাইটারদের জন্য ছবি- আলোর ভাষা। তাছাড়া পেশাগত কাজে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও হল্যান্ড ভ্রমণ তার কর্মজীবনকে সমৃদ্ধ করেছে।
প্রসঙ্গত আজিজুর রহীম পিউ রংপুর জেলার গুপ্তপাড়ার স্থায়ী বাসিন্দা। তিনি ১৯৬৪ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন।  তিনি জার্মানি থেকে ডিপ্লোমা ইন জার্নালিজমে ডিপ্লোমা ফটোগ্রাফি এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি থেকে বিএ ফটোগ্রাফি ডিগ্রি অর্জন করেন। বিশেষ ভিডিও, ডিজিটাল ফটোগ্রাফি, কম্পিউটার ও ফটো সম্পাদনা বিষয়ে প্রশিক্ষণ নেন তিনি। এছাড়া তিনি রংপুরের স্থানীয় দৈনিক বাহের সংবাদ’র সম্পাদক ছিলেন।

Spread the love