
আবারো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে বাংলাদেশের আরামবাগ ক্রীড়া সংঘ। ফুটবলার কেনাবেচায় ক্লাবটির ওপর এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সম্প্রতি এ নিষেধাজ্ঞা দেয় ফিফা।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পট ফিক্সিংয়ের দায়ে আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি, ট্রেইনার ও টিম ম্যানেজারকে আজীবনের নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির সাবেক ফিজিও এবং গেম অ্যানালিস্ট। আর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা জুটেছে ক্লাবটির সাবেক ১৪ ফুটবলারের।
Please follow and like us: