বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফিলিপাইনে বন্দুক হামলায় নিহত ৫

08. Felipan ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকন্ঠে রোববার দুই ব্যক্তি মোটর সাইকেল থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫ জনকে হত্যা করেছে।

পার্শ্ববর্তী কোজান নগরীর উপ-প্রধান পুলিশ ইন্সপেক্টর রোলদামেত্ম সারমেনতো বলেন, তদমত্ম কর্মকর্তারা এ ঘটনার কারণ অনুসন্ধানে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি এএফপি-কে বলেন, ‘পৃথক ৪টি জায়গায় ওই ৫ ব্যক্তি দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তাদেরকে কেন গুলি করা হলো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।’

বাণিজ্যিক এলাকা কুইজোন নগরীতে দুই ব্যক্তি ভোরের পূর্বে মোটর সাইকেলে করে এসে হামলাকারীরা হত্যাকান্ড শুরম্ন করে। তারা প্রথমে অপর এক মোটর সাইকেল আরোহীকে লক্ষ্য করে গুলি করে। এরপর হামলাকারীরা বাসের জন্যে অপেক্ষমান এক মহিলার ওপর গুলি চালায়।

সারমেনতো আরো জানান, এরপর তারা একটি মোটর সাইকেল আরোহী এক পুরম্নষ ও আরেক নারীকে গুলি করে হত্যা করে। পরিশেষে একজন পরিচ্ছন্ন কর্মীকে গুলি করে হত্যা করে তারা পালিয়ে যায়।

ইতোপূর্বে ফিলিপাইনে অনেক ভাড়াটে বন্দুকধারী মোটর সাইকেলে এসে হামলা চালিয়ে দ্রম্নত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। তারা তাদের পরিচয় গোপনের জন্যে হেলমেট ব্যবহার করে।

তবে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়নি।