
ঠাকুরগাঁও গ্রামীন চক্ষু হাসপাতাল এর আয়োজনে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে বোচাঞ্জ ফুটকিবাড়ী উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে । চক্ষু শিবিরের উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলার পরিষদ চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু ও পীরগঞ্জ পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া । এ উপলক্ষে ফুটকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাফানগর ইউপি চেয়ারম্যান লাইসুর রহমান ও ঠাকুরগাঁও চেম্বর অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ পরিচালক রেজওয়ানুল হক বিল্পব ও তোসাদেক হোসেন কাবুল ।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক মাহান পারভেজ, পিরগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল, ফুটকিবাড়ী উচ্চ বিদ্যালয়ে সাবেক অভিভাবক সদস্য নুরুল হক, ফুটকিবাড়ী উচ্চ বিদ্যালয়ে গোপাল চন্দ্র রায় ও প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সরকার, হাজী দানেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী, ইউপি সদস্য বাচেননদ্র নাথ দেব শর্ম্মা, সাবেক মেম্বর মকসেদ আলী ও পিরগঞ্জ প্রেসক্লবের যুগ্ন সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ, সাংবাদিক বিষ্ণু পদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন । চক্ষু শিবিরে বিনা মুল্যে চোখের চিকিৎসা, ছানি ও অকুলার লেন্স (আইওএল) সংযোজনের জন্য রোগী বাছাই করা হয় ।