রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুটকিবড়ীতে চক্ষু শিবির অনুষ্ঠিত

ঠাকুরগাঁও গ্রামীন চক্ষু হাসপাতাল এর আয়োজনে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে বোচাঞ্জ ফুটকিবাড়ী উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে । চক্ষু শিবিরের উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলার পরিষদ চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু ও পীরগঞ্জ পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া । এ উপলক্ষে ফুটকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাফানগর ইউপি চেয়ারম্যান লাইসুর রহমান ও ঠাকুরগাঁও চেম্বর অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ পরিচালক রেজওয়ানুল হক বিল্পব ও তোসাদেক হোসেন কাবুল ।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক মাহান পারভেজ, পিরগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল, ফুটকিবাড়ী উচ্চ বিদ্যালয়ে সাবেক অভিভাবক সদস্য নুরুল হক, ফুটকিবাড়ী উচ্চ বিদ্যালয়ে গোপাল চন্দ্র রায় ও প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সরকার, হাজী দানেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী, ইউপি সদস্য বাচেননদ্র নাথ দেব শর্ম্মা, সাবেক মেম্বর মকসেদ আলী ও পিরগঞ্জ প্রেসক্লবের যুগ্ন সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ, সাংবাদিক বিষ্ণু পদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন । চক্ষু শিবিরে বিনা মুল্যে চোখের চিকিৎসা, ছানি ও অকুলার লেন্স (আইওএল) সংযোজনের জন্য রোগী বাছাই করা হয় ।

Spread the love