
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের ২য় ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে দারুন এক তুলে নিয়েছে বাংলাদেশের তরুণীরা। এটি ছিল তাদের টানা ২য় জয়। এ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সানজিদা ও বিপাশার জোড়া গোলে ৬-০তে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ১-০ গোলে হারিয়ে বেশ উজ্জীবীত ছিল মনিকা বাহিনী। আজ শক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে প্রথমেই গোল করে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। বাংলাদেশের সামনে যেন দাঁড়াতেই পারেনি সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। এ ম্যাচের শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলেছে বাংলাদেশ।
ম্যাচের ৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বিপাশা মালী। এরপর ম্যাচের ৮ মিনিটে গোল করেন গত ম্যাচের গোলদাতা সানজিদা। ২৩ মিনিটের মাথায় নিজের ২য় গোল করেন সানজিদা। ৭ নম্বর জার্সি পরিহিতা সানজিদা এবারো সংযুক্ত আরব আমিরাতের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। অবশ্য ম্যাচের ২১ মিনিটে আরেকটি গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের। কিন্তু গোলবারে লেগে বল ফিরে এলে গোল বঞ্চিত হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আর ম্যাচের ৩০ মিনিটে আরও একটি গোলের সুযোগ হাতছাড়া হলে হ্যাটট্রিক বঞ্চিত হন তিনি।
ম্যাচের ৪৩ মিনিটের মাথায় কৃষ্ণা রানীর গোলে আবারো ব্যবধান বাড়ায় বাংলাদেশ দল। এর আগে ম্যাচের ৩৭ মিনিটেও বিপাশা-কৃষ্ণা-রাজিয়ার অসাধারণ সম্মিলিত আক্রমণ থেকে গোল আদায় করে নিতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বিপাশা। বাংলাদেশ লিড পায় ৫-০ গোলের।
ম্যাচের ৯০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা লিপি তার ডান পায়ের জোড়ালো শটে গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ গোলে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।