শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন

সরকার ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন না করে পুনরায় বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জিকে দিয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তলন করার ষড়যন্ত্র করছে, বলে অভিযোগ করে ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।

বক্তারা বলেন, ‘গত ২৪ ও ২৫ নভেম্বর এশিয়া এনার্জির কান্ট্রি ডিরেক্টর গ্যারি লাই সরকারের সহায়তায় দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়িতে দালাল চক্রকে নিয়ে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির জন্য নানা তৎপরতা চালানোর সময় ফুলবাড়ির বীর জনতা পূর্বের ন্যায় ঐ অপতৎপরতা রুখে দাঁড়িয়েছে। কিন্তু সরকার বহুজাতিক সংস্থার পক্ষ হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

সরকারের দেশ ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘রক্তে লেখা ঐতিহাসিক ফুলবাড়ির ৬ দফা চুক্তি বাস্তবায়ন করতে হবে। নতুন করে বহুজাতিক সংস্থার তৎপরতা ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে।’

সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

Spread the love