
সরকার ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন না করে পুনরায় বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জিকে দিয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তলন করার ষড়যন্ত্র করছে, বলে অভিযোগ করে ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।
বক্তারা বলেন, ‘গত ২৪ ও ২৫ নভেম্বর এশিয়া এনার্জির কান্ট্রি ডিরেক্টর গ্যারি লাই সরকারের সহায়তায় দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়িতে দালাল চক্রকে নিয়ে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির জন্য নানা তৎপরতা চালানোর সময় ফুলবাড়ির বীর জনতা পূর্বের ন্যায় ঐ অপতৎপরতা রুখে দাঁড়িয়েছে। কিন্তু সরকার বহুজাতিক সংস্থার পক্ষ হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
সরকারের দেশ ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘রক্তে লেখা ঐতিহাসিক ফুলবাড়ির ৬ দফা চুক্তি বাস্তবায়ন করতে হবে। নতুন করে বহুজাতিক সংস্থার তৎপরতা ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে।’
সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।