সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে আমিন অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে মেসার্স আমিন অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির চত্ত্বরে মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহ্ফিলে শেষে অটো রাইস মিলের সুইচ টিপে মিলটি উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আবুল কাশেম। উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আমিনুল হক চৌধুরী এবং বগুড়া উত্তরা ব্যাংকের জোনাল ম্যানেজার ডিজিএম সৈয়দ সাইদুর রহমান ও ফুলবাড়ী উত্তরা ব্যাংকের বিলিং সিও ম্যানেজার সমীর বোসাক, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ফুলবাড়ী পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সাবেক পৌর মেয়র শাহাজাহান আলী সরকার পুতু, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, মিল মালিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশার স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেসার্স আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ রুহুল আমিন ও আতাউর রহমান মিল্টন।

Spread the love