
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শূণ্য হওয়া তিনটি ইউনিয়নে ২টি সংরক্ষিত ও ২টি সাধারণ ওয়ার্ডে উপ-নিবার্চনে গতকাল রবিবার মনোনয়ন পত্র দাখিলে শেষ দিনে ৪টি ওয়ার্ডে বিপরীতে ১০জন ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে। আগামী ১৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২নং আলাদীপুর ইউনিয়নে ৬নং সাধারণ ওয়ার্ডে বিপরীতে মনোনয়ন পত্র জমা দিয়েছে ২জন এরা হলেন, ভিমলপুর গ্রামের সাদেক আলী ছেলে মানিক মন্ডল ও একই গ্রামের মৃত: খলিলূর রহমানের ছেলে আজিজুর রহমান।
খয়েরবাড়ী ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নিয়ে গঠিত ২নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিপরীতে মনোনয়ন পত্র জমা দিয়েছে ৩জন এরা হলেন, মহাদিপুর গ্রামের হরিশ চন্দ্র রায়ে মেয়ে শিউলী রাণী রায়, একই গ্রামের মমতাজ আলী স্ত্রী শামসুন্নাহার ও উত্তর লক্ষীপুর গ্রামের তফছের উদ্দীনের স্ত্রী অলেয়া বেগম।
বেতদীঘি ইউনিয়নে ১নং সাধারণ ওয়ার্ডে বিপরীতে মনোনয়ন পত্র জমা দিয়েছে ৩ জন এরা হলেন, মৃত: আছির উদ্দীন মেম্বার স্ত্রী আফরুজার বেগম কড়াই গ্রামের তোজাম্মেল হকের ছেলে বেলাল হোসেন ও বেতদীঘি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম একই ইউনিয়নে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নিয়ে গঠিত ৩নং সংরক্ষিত মহিলা আসন এর বিপরীতে মনোনয়ন পত্র জমা দিয়েছে ২ জন এরা হলেন, দলদলিয়া গ্রামের আফছার মন্ডলের স্ত্রী রিনা পারভীন ও সৈয়দ পুর গ্রামের মৃত: বাবলু স্ত্রী বেবি আরা।
প্রসঙ্গত, আলাদীপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে সদস্য শাহাদত হোসেন এর শিক্ষক পদে সরকারী চাকুরী হওয়া তিনি ইউপি সদস্য পদে থেকে পদ ত্যাগ করায় এর ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করা হয়। এছাড়া বেতদীঘি ইউনিয়নে ১নং সাধারণ আসনের ওয়ার্ড সদস্য আছির উদ্দীন মৃত: বরণ করায় ঐ ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করা হয়। অপর দিকে বেতদীঘি ৩নং ওয়ার্ড এর মহিলা সদস্য তারিফুন নেছা সরকারী চাকুরী হওয়া ওই ওয়ার্ডটি ও খয়ের বাড়ী ইউনিয়নে ২নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য তরম্নবালা মৃত্যু বরণ করায় ঐ আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে। ফলে উপজেলার ৩টি ইউনিয়নে ২টি সাধারণ ও ২টি সংরক্ষিত আসন শূণ্য হওয়া ঐ শূণ্য আসনে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।