
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর ফুলবাড়ীতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দঃস্থ, প্রতিবন্ধী, বিধবা, বৃদ্ধ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে ১৭৭.৭২০ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।
ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৮,৮৮৬টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১৭৭.৭২০ মেট্রিকটন চাল বিতরণ করা হবে। ১নং এলুয়ারী ইউনিয়নে ১,৫৪৫টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ৩০.৯০০ মেট্রিকটন, ২নং আলাদিপুর ইউনিয়নে ১,২৭৭টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ২৫.৫৪০ মেট্রিকটন, ৩নং কাজিহাল ইউনিয়নে ১,৩৮২টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ২৭.৬৪০ মেট্রিকটন, ৪নং বেতদিঘী ইউনিয়নে ১,৩৮৮টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ২৭.৭৬০ মেট্রিকটন, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নে ৬৪১টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১২.৮৪০ মেট্রিকটন, ৬নং দৌলতপুর ইউনিয়নে ৮৬০টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১৭.২০০ মেট্রিকটন এবং ৭নং শিবনগর ইউনিয়নে ১,৭৯৯২টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ৩৫.৮৪০০ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।
আগামী ৩০ জুন, ২০১৬ তারিখে প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যান চাল উত্তোলন করে ভিজিএফ কার্ডের মাধ্যমে কার্ডধারী ব্যক্তিকে ২০ কেজি করে চাল প্রদান করবেন। দঃস্থ, প্রতিবন্ধী, বিধবা, বৃদ্ধ ও অসহায় মানুষ যাতে ভালভাবে ঈদ উদযাপন করতে পারে এ কারণে বর্তমান সরকারের প্রধানন্ত্রী শেখ হাসিনা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই চাল বরাদ্দ করেছেন।