মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে গত রোববার উপজেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে অনুিষ্ঠত হয়েছে।

ইফতার মাহফিল পুর্ব আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানূল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আবুল বাশার, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহ সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী, বিএনপি নেতা আব্দুল মজিদ মন্ডল, উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুল হক মন্ডল, কৃষক দলের সভাপতি মনসুর আলী মন্ডল, যুবদলের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকিউর রহমান চঞ্চল প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা মোহাম্মদ নবীউল  ইসলাম। ইফতার মাহফিলে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।