দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পূজা মন্ডপের আইন শৃঙ্খলা রক্ষার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনের লক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) সুশান্ত কুমার। এ সময় তার সঙ্গে ফুলবাড়ী থানার পদস্থ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার সুশান্ত কুমার পূজা মন্ডপ পরিচালনা ও আসন্ন ঈদুল-আযহা উদ্যাপনের সার্বিক প্রস্ত্ততি নিয়ে পূজা মন্ডপ কমিটি ও ঈদগাহ্ কমিটির সঙ্গে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেছেন। তিনি বলেন, আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গা উৎসব ও পবিত্র ঈদুল আযহা উদ্যাপনে সকল সম্প্রদায়কে আইন মেনে চলার ও সৌহার্দপূর্ণ সহাবস্থানে থাকার অনুরোধ জানিয়েছেন।