
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী পূজা। আজ শুক্রবার কালী পূজা উপলক্ষ্যে কালী মন্দিরে বলিদান অনুষ্ঠিত হয়। বলিদানে হাজার হাজার ভক্তর আগমন ঘটে। এরই মধ্যে ৫শ পাঠা বলিদান দেয়া হয়েছে। এই কালী পূজাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কালী মন্দিরে ঐতিহ্যবাহী কালী পূজা মেলা উপজেলার কেন্দ্রীয় কালী মন্দিরে প্রতি বছরের বাংলা আশ্বিন মাসের দাঁদের আমবস্যা রাতে অনুষ্ঠিত হয় এই কালী পূজা। কালী পূজাকে কেন্দ্র করে পূজা দিন হতে মাস ব্যাপি দূর দুরান্ত থেকে কালী মাতা দর্শনে আসে হাজার হাজার দর্শনার্থী। দর্শনার্থীদের আগমনকে কেন্দ্র করে কালী মন্দিরের চত্বরসহ প্রায় শত বছর থেকে বসছে মেলা। মেলাতে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য যতসব বাহারী প্রসাধনী, খেলনা, মিঠাই মিষ্টান্নোর পসরা বসিয়েছেন ব্যবসায়ীরা। সকল থেকে গভীর রাত পর্যন্ত মুখোরিত কালী মন্দির থাকে দর্শনার্থীদের পদ চারণায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। কালী মন্দির হতে তার আশপাশে জুড়ে বসেছে কালী পূজা মেলা। শুক্রবার আমবস্যা শেষে অনুষ্ঠিত হয়েছে পাঠা বলি। দূর দুরান্ত থেকে কালী ভুক্ত মহল তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী পাঠা বলি দিয়েছে। কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ জানান, শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৫শ পাঠা বলি দেয়া হয়েছে।