
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী লক্ষ্মী পূজা উপলক্ষে পৌর এলাকার সুজাপুর সার্বজনীন দূর্গা মন্দীরের আয়োজনে ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত।
আদিকাল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হয়ে প্রতিবছর দুর্গাপূজার মাত্র ৫ দিন পরে আলাদাভাবে লক্ষীপূজা উপলক্ষে ফুলবাড়ী উপজেলা ও আশেপাশের উপজেলা থেকে হাজার হাজার নারীদের মিলনমেলা হয়, তাই এই মিলনমেলা কে সকলে বৌ মেলা বলে আসছে।
বৌ মেলা উপলক্ষে চুড়ি, ফিতা, মনোহরী দোকান, সংসারের নিত্যপ্রোয়জনীয় সামগ্রী হাড়ী-পাতিলের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, খাবারের দোকানসহ নানা রকম দোকানের পসরা বসে।
বৌ মেলায় আগত অনেক নারীরা জানান, শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত বৌ মেলায় আসতে পেরে তারা আনন্দিত, উচ্ছশিত। আরও অনেকে জানান, এই বৌ মেলাকে কেন্দ্র করে তারা শ্বশুর বাড়ী থেকে বাড়ী ফুলবাড়ীতে এসেছে।
ফুলবাড়ী উপজেলা ও আশেপাশের উপজেলার হাজার হাজার নারীরা অপেক্ষা করে থাকে কবে ঐতিহ্যবাহী এই বৌ মেলা হবে!