ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীর অতি আলোচিত কলেজ ছাত্রী সাবরিনা ইয়াসমিন ইভা হত্যা কান্ডের ঘটনা ৯ মাস অতিবাহিত হয়ে গেলেও , এখনো ধরা-ছোঁয়ার বাহিরে আছেন মুল আসামী।
মামলার বাদী নিহত ইভার পরিবারের অভিযোগ আসামী প্রকাশ্যে ঘরে বেড়ালেও এখন পর্যন্ত আসামীকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো আসামী পক্ষ মামলা প্রত্যার করার জন্য হুমকি দিচ্ছে বাদীকে।
উল্লেখ্য চলতি বছরের গত ৩ ফেব্রুয়ারী পার্ববতীপুর খোলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এর মেসে হত্যা কান্ডের শিকার হন, ঐ কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্রী, ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের বাসীন্দা অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়ে সাবরিনা ইয়াসমিন ইভা। এইঘটনায় ইভার পিতা অবসর প্রাপ্ত সেনা র্কমকর্তা রেহানুজ্জামান বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত করে , ঐ হত্যা কান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ফুলবাড়ী উপজেলার পশ্চিম রাম চন্দ্রপুর, ফতেপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সরোয়ার বাবুকে আসামী করে প্রতিবেদন দেন, তদন্তকারী কর্মকর্তা। কিন্ত এখন পর্যন্ত আটক হয়নি সেই আসামী। বর্তমানে মামলাটি দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন থাকলেও, মুল আসামী গ্রেফতার না হওয়ায়, মামলাটি প্রত্যাহরের জন্য হুমকি দিয়ে আসচ্ছে বাদীকে।
মামলার বাদী অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা রেহানুজ্জামান বলেন, মামলার আসামী এখন পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাকে আটক করতে পারছে না কেন তা তিনি বুজে উঠতে পারছেনা। এদিকে মেয়েকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাবরিনা ইয়াসমিন ইভার মা সেলিনা আখতার, তিনি বলেন মেয়েকে আর পাব না এখন শুধু ঐ হত্যা কারীর শাস্তি দেখে যেতে চাই। একই কথা বলেন বাবা ও নানা বেলাল হোসেন।
এই বিষয়ে ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন মামলাটি পার্বতীপুর থানার, এই কারণে ওয়ারেন্ট ছাড়া আসামীকে আটক করা সম্ভব হয়নি। কয়েকদিন হল এই থানায় ওয়ারেন্ট এসেছে আসামীকে গ্রেফতার করার জোর চেষ্টা চলছে, যে কোন মুর্হুতে আটক হয়ে যাবে।
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন
ফুলবাড়ী, দিনাজপুর
মোবাইলঃ ০১৮১৯৫৫১১৪১, ০১৭১২৬০৪০৯২