সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে কুরবানীর চামড়ার বাজারে ধস ভারতে পাচার হওয়ার আশঙ্কা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে কুরবানীর পশুর চামড়ার বাজারে ধস নেমেছে। চোরা কারবারীরা বেশি দামে চামড়া খরিদ করায় সরকারী নিদ্ধারীত মূল্য চামড়া কিন্তে পারেনি চামড়া ব্যাবসায়ীরা।

চামড়ার বাজার ঘুরে দেখা যায় প্রতি বর্গফুট চামড়া ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত এক মাসের ব্যাবধানের তুলুনায় কুরবানীর পশুর চামড়ার মূল্য প্রতি বর্গফুটে ১০ হতে ২০ টাকা কম। এ কারনে চামড়া কিন্তে দিধা দন্দে ভুগতেছিল চামড়া ব্যাবসায়ীরা, আর এই সুযোগে চামড়ার মৌসুমী ব্যাবসায়ীরা সরকারের নিদ্ধারীত ম্যূর বেশি দামে চামড়া কেনায় আশানুরুপ চামড়া কিন্তে পারেনি চামড়া ব্যাবসায়ীরা। কয়েক জন চামড়া ব্যাবসায়ীরা জানায় পার্শবর্তি রাষ্ট্র ভারতে তুলুনা মুলক চামড়ার দাম বেশি হওয়ায় চোরা কারবারীরা চামড়ার মমৌসুমী ব্যাবসায়ীদের মাধ্যমে বাজার দরের বেশি দামে চামড়া খরিদ করেছে, ওই চামড়া গুলি সবেই চোরা পথে ভারতে পাচার করা হবে বলে তারা দাবী করেন। এজন্য তারা চামড়া পাচার রোধ করতে প্রসাশনের ব্যার্থতাকেই দায়ী করেছেন।

 

 

Spread the love