দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর নিরঞ্জনের সভাপক্ষে কয়লা উত্তোলন বিষয়ে এক মত বিনিময় সভা বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, এশিয়া এনার্জি কর্পোরেশনের ভূ-তত্ত্ববিদ মোঃ সাইদুর রহমান খান। তিনি বলেন, প্রতি বছর ভারত থেকে নিম্ন মানের সালফারসমৃদ্ধ কয়লা আমদানী করায় বাংলাদেশের পরিবেশের উপর মারাত্নক প্রভাব পড়ছে। এনিয়ে আমাদের দেশের পরিবেশবাদীদের কোন জোড়ালো প্রতিবাদ নেই। এমনকি তেল, গ্যাস রক্ষা কমিটিও এ বিষয়ে নির্বিকার। গ্যাসের মজুদ দ্রুত কমে আসা এবং নতুন কোন গ্যাস ক্ষেত্র আবিস্কার না হওয়ায় বাংলাদেশের জ্বালানী খাত গভীর সঙ্কটের মুখোমুখী হবে। ফুলবাড়ীর কয়লা প্রকল্প প্রাইমারী জ্বালানী সরবরাহের ক্ষেত্রে যুগামত্মকারী ভূমিকা রাখতে পারে। এই খনির কয়লা দিয়ে প্রাথমিকভাবে ১০০০ মেগাওয়াট, পর্যায়ক্রমে ৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তিনি আরও বলেন, সুষ্ঠু পানি ব্যবস্থাপনা এবং পরিবেশকে ঠিক রেখে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের মাধ্যমে এই এলাকা তথা বাংলাদেশের অর্থনীতির বিকাশ এবং জ্বালানী খাতে বিপব ঘটবে। বড়পুকুরিয়া ছোট মাপের ভূ-গর্ভস্থ কয়লাখনি হতে বছরে সর্বোচ্চ ১ মিলিয়ন (১০ লক্ষ টন) কয়লা উৎপাদন করছে। ফুলবাড়ীর খনি বছরে ১৫ মিলিয়ন (১ কোটি ৫০ লক্ষ টন) কয়লা উৎপাদন করতে সক্ষম। এই এলাকায় ৫৭২ মিলিয়ন (৫৭ কোটি ২০ লক্ষ) টন কয়লার মজুদ নির্ধারণ করা হয়েছে। কয়লার বেসিনটি ৮ কিলোমিটার লম্বা হয়ে রতনপুর পর্যমত্ম বিস্তৃত। ২৪ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই কয়লা যার পুরুত্ব ৭০-৮০ মিটার। ভূ-পৃষ্ঠ থেকে ১৫০ ও ২৫০ মিটার গভীরে অবস্থিত। সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিলে জ্বালানী খাতের একটি বড় ধরনের উন্নয়ন সাধিত হবে। মত বিনিময় সভায় কোম্পানীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ মশিউর রহমান বিদ্যুৎ, দেওয়ান মাহমুদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবনগর ইউপি’র চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, ডাঃ একরামুল হোসেন, দুধিপুকুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল ইসলাম, রামভদ্রপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ লোকমান, শিবনগর ইউপি’র বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বুলবুল, ইউপি সদস্য মোঃ নুরু মেম্বার, মোঃ সাজু মিয়া, সাবেক পুলিশ কর্মকর্তা আতিয়ার রহমান, বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, এছাড়া স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ