বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে চকসাহাবাজপুর গণশিক্ষা কেন্দ্রের ব্যাতিক্রম র্যা লী

শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে চকসাহাবাজপুর গণশিক্ষা কেন্দ্রের ব্যাতিক্রম র‌্যালীতে আলোড়ন সৃষ্টিকারী ব্যানার -ফেষ্টুনে লেখা আমার মা-বাবা এখন ছাত্র, আমি মরার আগে আমার নাম লেখা শিখতে চাই লেখা সকলের দৃষ্টি আর্কষন করে।

চক সাহাবাজপুর গ্রামের বাসিন্দা পৌর কাউন্সিলর মোতাহার হোসেন বলেন বৃদ্ধ বয়সে তাদের একটায় আশা তারা নিরক্ষরের অভিসাপ থেকে মুক্তি চায় এবং তারা নিজেরা গণশিক্ষা কেন্দ্রে লেখাপড়া করতে আসায় তাদের ছেলে-মেয়েরাও খুশি।